About Us

আমাদের কার্যক্রম

জিনিয়াস বৃত্তি প্রকল্প:

শিক্ষার নৈতিক উৎকর্ষ সাধন এবং প্রতিভা ও মেধার নান্দনিক পরিশীলনের দৃঢ় প্রত্যয়ে ২০০৫  সালে “জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ” এর বৃত্তি প্রকল্পের কার্যক্রম শুরু হয়। লেখাপড়ায় শিক্ষার্থীদের প্রতিযোগী করে গড়ে তোলা এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতি বছর ৩য়-১০ম শেণ্রীর ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি পরীক্ষা নেয়া হয়। পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদেরকে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনের পক্ষ থেকে এককালীন এক বছরের জন্য বৃত্তি প্রদান,সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়।

 

জিনিয়াস ক্লাব:

আমাদের দেশে যোগ্যতাসম্পন্ন মানুষের যেমন অভাব নেই,তেমনি অভাব নেই সৎ মানুষের।দেশের উচ্চপদস্থ কর্মকর্তাগণ অবশ্যই যোগ্যতা সম্পন্ন।কিন্তু তাদের মাঝে অসৎ লোক থাকার কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির সয়লাব। সরকারী আমলা,আইনজীবি, ইঞ্জিনিয়ার, ডাক্তার শ্রেণী এর উজ্জল দৃষ্টান্ত।অপর দিকে দেশের যারা সৎ মানুষ তারা এই সততার পাশাপাশি যোগ্যতাসম্পন্ন না হওয়ায় শৃজনশীল সমাজ গঠনে কোন অবদান রাখতে পারছেনা।দেশের শ্রমিক শ্রেণী , দিনমজুর, কৃষক ও সাধারণ মানুষ এর প্রমাণ। সততা ও যোগ্যতার সমন্বয় না থাকায় দর্নীতি রোধের লক্ষ্যে গঠিত দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অধিকাংশ দুর্নীতিগ্রস্থ এবং ট্র্ুথ কমিশন ও এর ব্যতিক্রম নয়।তাই  আমরা যদি সততা ও যোগ্যতার সমন্বয়ে একটি তরুণ সমাজ গঠন করতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশ ও বিশ্ব দরবারে একটি আদর্শ ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। ইনশাআল্লাহ।

এহেন পরিস্থিতিতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে যোগ্যতা ও সততার সমন্বয়ে একদল তরুণ তৈরির নিমিত্তে গঠিত হয়েছে ‘জিনিয়াস ক্লাব’।

স্বাস্থ্য প্রকল্প:

”জিনিয়ানস ফাউন্ডেশন নারায়নগঞ্জ” ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য বিভিন্ন দিবস পালনের পাশাপাশি ছাত্রদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং, মেডিকেল চেক-আপ,চক্ষু শিবির স্থাপন,রক্তদান কর্মসূচী ও চিকিৎসা সেবা প্রদান ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে।

ক্রীড়া প্রকল্প:

”জিনিয়ানস ফাউন্ডেশন নারায়নগঞ্জ” ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য গঠন ও শরীর চর্চার জন্য বিভন্ন জাতীয়,আন্তর্জাতিক দিবসে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট এবং মৌসুমী খেলাধুলা সহ নানাবিধ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

যোগ্য মানব সম্পদ উন্নয়ন প্রকল্প:

মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে ফাউন্ডেশনের রয়েছে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স।মেধাবী ও দরিদ্র ছাত্রদের সর্বনিম্ন কোর্স ফী’র মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশক্ষিণ দেয়া হয়। এছাড়া স্কুল/মাদরাসার শিক্ষার্থীদের Career Design Program, Skill Development Course সহ পড়াশোনায় সহায়ক বিভিন্ন প্রোগ্রাম ও কর্মশালা করা হয়।

কম্পিউটার ও ভাষা শিক্ষা প্রকল্প:

যুগের চাহিদার আলোকে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার ও ভাষা শিক্ষার বিকল্প নেই। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত করার লক্ষ্যে ফাউন্ডেশনে রয়েছে বিশেষ পরিকল্পনা। এর মধ্যে সর্বনিম্ন কোর্স ফী’র বিনিময় Computer প্রশিক্ষণ কোর্স,সাংবাদিক কর্মশালা ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কোর্স উল্লেখযোগ্য।

দরিদ্র তহবিল প্রকল্প:

আধুনিক শিক্ষার উন্নয়নে গরীব শিক্ষার্থীদের মেধার বিকাশ সাধনে ফাউন্ডেশনে রয়েছে দরিদ্র তহবিল প্রকল্প। এ প্রকল্পের আওতায় গরীব-মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন সহযোগিতা ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়ে থাকে। মেধার সঠিক লালন ও যথার্থ মূল্যায়নের মধ্য দিয়েই তৈরি হবে জাতির আগামী দিনের কান্ডারী।

আমরা বিশ্বাস করি, এই কার্যক্রমগুলো তরুণ সমাজকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।