MD. JAMALUDDIN
চেয়ারম্যান
শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি। বিশ্ব আজ ধাবিত হচ্ছে উন্নতির স্বর্ণ সোপানে। চলছে মেধা ও যোগ্যতার প্রতিযোগিতা। এ প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে চাই সু-শিক্ষায় শিক্ষিত এক নতুন প্রজন্ম। যে প্রজন্ম এ সমাজের ত্রুটিগুলো দূর করবে। আলোকিত সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়ণ করবে। নৈতিক মূল্যবোধকে উজ্জীবিত করবে। সমাজের প্রতিটি মানুষের প্রত্যেকটি মৌলিক অধিকার আদায়ের জন্য আজ গণদাবী হচ্ছে শিক্ষার মাধ্যমে নৈতিক উন্নতি সাধনের পাশাপাশি আদর্শিক বিশ্বাসকে শাণিত করা। সু-শিক্ষার মাধ্যমে লোভ-লালসা, ভোগ-বিলাস, স্বার্থপরতা, ও সব ধরনের হীনমানসিকতা দূর করে তাকওয়া অর্জনের পথ সুগম করে মানবিকতার সুষ্ঠু বিকাশ সাধন করা। সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করা।
গুণীজন সর্বত্র সমাদৃত। যে জাতি গুণীর সমাদর করতে জানে না সে দেশে গুণী জন্মায় না। মেধা ও মননের বিকাশ, সুপ্ত প্রতিভার বিকাশ ও স্বীকৃতির প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত “ জিনিয়াস ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ” ১৯তম বছরে পদার্পণ করেছে। শ্রদ্ধাভাজন শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অভিভাবক বৃন্দ ও সুপ্রিয় ছাত্র-ছাত্রীরা এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, যা আমাদেরকে সীমাহীন উৎসাহী ও আত্মপ্রত্যয়ী হতে সাহায্য করেছে। তারই ধারাবাহিকতায় সকলের সার্বিক সহযোগিতা জিনিয়াস কমিটি ২০১৬ সাল থেকে ৩য় ও ৪র্থ শ্রেণী এবং মাদ্রাসাকেও অন্তর্ভূক্ত করেছে।
আমি GENIUS পরিবারের সকল সদস্য ও ছাত্র-ছাত্রীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
মোঃ জামালউদ্দিন
চেয়ারম্যান
জিনিয়াস ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ